আমাদের এই উপজেলায় প্রতি ইউনিয়নে ২ জন উপ সহকারী কৃষি কর্মকর্তা আছে। উপজেলা কৃষি অফিস এবং ইউনিয়ন কৃষি অফিস থেকে কৃষকদের সার্বক্ষনিক নিম্নরুপ সহয়তা দিয়ে থাকি-
. কৃষি বিষয়ক আধুনিক ও উন্নত প্রযুক্তিসমূহ (যেমন ডলোচুনের ব্যবহার, গুটি ইউরিয়া, এলসিসি, এডব্লিউডি ইত্যাদি প্রযুক্তি) প্রদর্শনী প্লট স্থাপন, মাঠ দিবস উদযাপন, কৃষক র্যালী ইত্যাদির
মাধ্যমে কৃষকদের নিকট হস্তান্তর।
. নির্ধারিত প্রগতিশীল চাষীদের মাধ্যমে উন্নতমানের বীজ উৎপাদন বিষয়ে প্রয়োজণীয় প্রযুক্তিগত পরামর্শ প্রদান, উৎপাদিত বীজ সঠিক ভাবে সংরক্ষণ ও অন্যান্য চাষীদের মাঝে
বিতরনের ব্যবস্থা করা।
. সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান হতে কৃষি ঋণ প্রাপ্তীতে কৃষকদের সহায়তা প্রদান এবং কৃষকদের ১০ টাকায় ব্যাংক একাউন্ট খুলতে সহায়তা করা।
. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিভিন্ন সরকারী বেসরকারী গবেষনা সংস্থার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সম্প্রসারণ সেবা প্রদান।
. মাঠে বিদ্যমান বিভিন্ন ফসলের রোগ-বালাই, পোকামাকড় সহ ফসল পরিচরযায় বিভিন্ন সমস্যা চিহ্নিত করণ ও সে মোতাবেক কৃষকদের প্রয়োজণীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান।
. কৃষকদের উৎপাদিত পণ্যের বাজারজাত করণে এবং নায্যমূল্য পেতে সহায়তা প্রদান।
. কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তি সম্পর্কে কৃষকদের হাতেকলমে প্রশিক্ষণ প্রদান।
. বন্যা খরা ও অন্যান্য প্রাকৃতিক দূর্যোগে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষে কৃষি উপকরণ সহায়তা প্রদান।
. কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে বিভিন্ন সময় সরকারের দেয়া ভূর্তকি ও কৃষি উপকরণ কৃষকদের মধ্যে বিতরণ।
. প্রতি ইউনিয়নে ১ জন বিসিআইসি সার ডিলার এবং প্রতি ওয়ার্ডে ১ জন খুচরা সার বিক্রেতা নিয়োগের ব্যবস্থা করা।সার উত্তোলন, মজুদ এবং সরবরাহ কার্যের মনিটরিং ও নিয়ন্ত্রণ ।
. বালাইনাশকের খুচরা ও পাইকারী বিক্রেতার লাইসেন্স প্রদান।
. সার এবং বালাইনাশকের মান ও বাজার নিয়ন্ত্রন এবং ভেজাল সার ও বালাইনাশকের নমুনা সংগ্রহ পূর্বক পরীক্ষাগারে প্রেরন এবং আইনগত ব্যবস্থা গ্রহন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস